ডা. এস এ মালেকের মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করছে কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ডা. এস এ মালেক বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ফরিদপুর-১ আসন থেকে নির্বাচিত সাবেক সাংসদ ও প্রধানমন্ত্রীর প্রাক্তন রাজনৈতিক উপদেষ্টা এবং সর্বশেষ কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (৭ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি কাজী ওমর সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান স্বাক্ষরিত এক শোকবার্তায় বিষয়টি জানানো হয়। শোকবার্তায় বলা হয়, তাঁর মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তো বটেই, দেশের বুদ্ধিবৃত্তিক চর্চা এবং বঙ্গবন্ধুর আদর্শ প্রসার ও বিস্তারের অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।
সর্বজন শ্রদ্ধেয় এ মহান ব্যক্তিত্বের প্রয়াণে বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় একজন অভিভাবককে হারালো, যা কখনোই পূরণ হবে না। তিনি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর জন্য পরম আলোকবর্তিকা। তাঁর পরামর্শ ও সার্বক্ষণিক তত্ত্বাবধান বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর বুদ্ধিবৃত্তিক চর্চায় ছিল এক প্রত্যক্ষ সঙ্গী। তাঁর দিক নির্দেশনায় বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার প্রচার ও প্রসারে ছিল সদা প্রস্তুত এবং মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি প্রতিরোধে সোচ্চার।
শোকবার্তায় আরো বলা হয়, বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ও কার্যক্রমে মহান ব্যক্তিত্ব ডা. এস এ মালেকের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন পরিষদের সদস্যরা। একই সঙ্গে অঙ্গীকার ব্যক্ত করছেন যে, তিনি যে আদর্শ, স্বপ্ন ও প্রত্যাশা রেখে গেছেন, বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় তা ধারণ করেই সেই আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আরো উজ্জীবিত হয়ে উঠবে। বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে, একজন ডা. এস এ মালেকের মৃত্যু নেই। তিনি চিরঞ্জীব হয়ে বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের ছায়া হয়ে থাকবেন। আমরা ডা. এস এ মালেকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।