কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক স্কলার্স নিয়ে রিসার্চ সোসাইটি যাত্রা শুরু করছে। সামাজিক বিজ্ঞান অনুষদের তিনজন, বিজ্ঞান অনুষদের তিনজন, ব্যবসায় শিক্ষা অনুষদের দুইজন,
কলা ও মানবিক অনুষদের একজন ও আইন অনুষদের একজন সহ মোট দশজন স্কলার্স নিয়ে উপদেষ্টা প্যানেল গঠিত হয়েছে। সোমবার, ১৫ আগস্ট কুমিল্লা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন পার্থ চক্রবর্তী( বিজ্ঞান অনুষদ), অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র দেব (ব্যবসায় শিক্ষা অনুষদ), ড. মোঃ শাহাদাৎ হোসেন (বিজ্ঞান অনুষদ), ড. মুহাম্মদ সোহরাব হোসেন (সামাজিক বিজ্ঞান অনুষদ)।
অর্ণব বিশ্বাস (সামাজিক বিজ্ঞান অনুষদ), ড. মোঃ আব্দুল্লাহ আল মাহবুব (বিজ্ঞান অনুষদ), ড. মোহাঃ হাবিবুর রহমান (সামাজিক বিজ্ঞান অনুষদ), মু. আলী মুর্শেদ কাজেম (আইন অনুষদ), ড. মুহাম্মদ রেজাউল ইসলাম (কলা ও মানবিক অনুষদ), কাজী ওমর সিদ্দিকী (ব্যবসায় শিক্ষা অনুষদ)
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।