‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) আনন্দ শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
এদিন সকাল ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। উদ্বোধনকালে উপাচার্য বলেন, প্রতিটি শিক্ষাক্ষেত্রেই গ্রন্থাগারের অসীম ভূমিকা রয়েছে। আর সেই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকের এই দিবস পালিত হচ্ছে। আজকে আমাদের কেন্দ্রীয় গ্রন্থাগার যে উদ্যোগ নিয়েছে, তাকে স্বাগত জানাচ্ছি।
উদ্বোধন শেষে গ্রন্থাগার চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার কর্তৃপক্ষ এ কর্মসূচির আয়োজন করে।
এসময় অন্যদের মধ্যে সেখানে বিশ্¦বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক ইলিয়াছ হোসেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক হাবিবুর রহমানসহ গ্রন্থাগারের কর্মকতা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে সকাল সাড়ে ১০টায় বিশ^বিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে বিশ^বিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে বেলা ১১টায় বিভাগের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।