ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ। আগামী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম তাকে এ পদে নিয়োগ দেন। বুধবার (১ ফেব্রুয়ারী) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন সূত্রে, গত ২২ ডিসেম্বর ২০২২ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনের প্রক্টর পদে দায়িত্বের মেয়াদ শেষ হয়। তবে বিশ্ববিদ্যালয় ভিসি ২৩ ডিসেম্বর ২০২২ হতে ২৮ জানুয়ারি ২০২৩ (২য় মেয়াদ) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে তাঁকে পুনঃনিয়োগদান করেন। এতে গত ২৯ জানুয়ারি নতুন প্রক্টর হিসেবে প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ তাঁর স্থলাভিষিক্ত হন। তিনি অতিরিক্ত দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।

এদিকে একই দিনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের প্রফেসর ড. বাকী বিল্লাহ। আগামী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম তাকে এ পদে নিয়োগ দেন। ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে, গত ১৮ আগস্ট ২০২২ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. রুহুল কে এম সালেহের দায়িত্ব শেষ হয়। তবে বিশ্ববিদ্যালয় ভিসি ১৯ আগস্ট ২০২২ হতে ৩০ জানুয়ারি ২০২৩ পর্যন্ত টিএসসিসি’র পরিচালক হিসেবে তাঁকে পুনঃনিয়োগদান করেন। এতে গত ৩১ জানুয়ারি নতুন পরিচালক হিসেবে প্রফেসর ড. বাকী বিল্লাহ তাঁর স্থলাভিষিক্ত হন। তিনি অতিরিক্ত দায়িত্ব পালনকালে নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও টিএসসিসির পরিচালক পদে নিয়োগ প্রাপ্তরা বলেন, আমাদের এ পদে নিয়োগদান করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আমাদের দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা কামনা করছি।