ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আবৃত্তি আবৃত্তি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির উপদেষ্টা প্রফেসর ড. সাজ্জাদ হোসেন ও প্রফেসর ড. মিয়া মো. রসিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে সভাপতি হয়েছেন বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমা পারভীন নীলা এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ডেভলোপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হায়াতে জান্নাত। আগামী এক বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মীরা,যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম আযম শোভন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক জান্নাতুল ফারজানা, দপ্তর সম্পাদক দীপেন রায়, অনুষ্ঠান সম্পাদক গোলাম রব্বানী, সাহিত্যসম্পাদক নীরব বিশ্বাস, প্রচার ও প্রচারণা সম্পাদক জান্নাতুল ইসবা বিথী, প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুকাইয়া জান্নাতী রুকু, সহ-প্রযুক্তি বিষয়ক সম্পাদক নওশীন পর্ণিনী সুম্মা এবংকার্যনির্বাহী সদস্য তাসফিয়া সাফ্ফাত, আবদিব মুনিব ও সামিহা খান চৌধুরী।
নবনির্বাচিত সভাপতি নাঈমা পারভিন নীলা বলেন, নতুনরাই সংগঠনের প্রাণ। আবৃত্তি আবৃত্তি ধারাবাহিকভাবে যে সুস্থ সংস্কৃতি চর্চায় কাজ করে আসছে তার ধারাবাহিকতা বজায় রেখে নতুন ভাবে দেশ ওজাতির কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে সুন্দর ভাবে কবিতার মাধ্যমে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টাকরে যাবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।