কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র সাহিত্য সংগঠন “পাঠক মহল:কুবি” সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে পড়ার উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে নানানভাবে। সাহিত্য চর্চা, বই পড়ায় উদ্বুদ্ধ করা, মাসিক উন্মুক্ত পাঠচক্র বা সাহিত্য আড্ডার আয়োজন করা এবং অনলাইন ও অফলাইনে সাহিত্য বিষয়ক বিভিন্ন ইভেন্ট ও প্রোগ্রামের আয়োজন করা ইত্যাদি তাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
২ অক্টোবর (রবিবার) এক ভার্চুয়াল মিটিংয়ে সংগঠনটির নানামুখী কার্যক্রমের অংশ হিসেবে একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে বাংলা সাহিত্য বিষয়ক যে কোন বইয়ের ছবি তুলে এবং ওই বইয়ের সারসংক্ষেপ লিখে প্রতিযোগীকে পোস্ট করতে হবে।
প্রতিযোগিতায় তিনজনকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকবে-
১ম- ১০০০ টাকা সমমানের বই
২য়- ৭০০ টাকা সমমানের বই
৩য়- ৫০০ টাকা সমমানের বই।
সংগঠনের উপদেষ্টা কুবির বাংলা বিভাগের সহকারী শিক্ষক নূর মোহাম্মদ রাজু বলেন, “পাঠক মহল কুবির উদ্দেশ্যই হচ্ছে সাহিত্য চর্চা। একাডেমি কার্যক্রমের বাহিরে গিয়ে সাহিত্য নিয়ে এই সংগঠন নিয়মিত ভাবেই আড্ডার আয়োজন করে আসছে। ফটোগ্রাফির এই ইভেন্টটি সাধারণ শিক্ষার্থী বিশেষ করে যারা সাহিত্য প্রেমি তাদেরকে আরে উৎসাহ যোগাবে বলে আমি মনে করি।”
প্রতিযোগিতা সম্পর্কে বাংলা বিভাগের শিক্ষার্থী জাহেদুল হাসান বলেন,”বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি নিয়ে কয়েকটি আয়োজন হয়ে থাকলেও বই নিয়ে ফটোগ্রাফি প্রতিযোগিতা একেবারে নতুন বলা যায়। এমন নতুনত্ব নিয়ে এই আয়োজন প্রশংসার দাবি রাখে।
“উল্লেখ্য, প্রতিযোগিতার সময়সীমা ২ অক্টোবর ২০২২ থেকে ২৫ অক্টোবর ২০২২ পর্যন্ত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।