ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ নভেম্বর) বেলা ১১টায় বিভাগের ২১০ নাম্বার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিয়া মোহাম্মদ রাশিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক ভিসি ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. রাশিদ আসকারী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান।
এতে ইংরেজি বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমানের তত্বাবধানে সেমিনারে প্রধান আলোচক ছিলেন বিভাগের প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ। এসময় পিএইচডি গবেষক মো. মুস্তাফিজুর রহমান তার গবেষনা প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।