সোহানুর রহমান, ইবি প্রতিনিধি: ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব)-এর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেনকে সভাপতি ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৭জুলাই) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এই কমিটির অনুমোদন দেন।
৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক ড. ইদ্রিস আলী ও অধ্যাপক মোহাম্মদ সেলিম, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান ও অধ্যাপক ড. শাহীনুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী,সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. খাইরুল ইসলাম, প্রচার সম্পাদক অধ্যাপক ড. সেলিম আল রেজা।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. আব্দুর রহমান আনওয়ারী, অধ্যাপক ড. জাকির হুসাইন, অধ্যাপক ড. মনজুরুল হক, অধ্যাপক ড. আব্দুস সামাদ, অধ্যাপক ড. শাহজাহান আলী, অধ্যাপক ড. নুরুন নাহার, অধ্যাপক ড. আসাদুজ্জামান, অধ্যাপক এএসএম শরফরাজ নেওয়াজ, অধ্যাপক ড. হুসাইন আহমাদ, অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, অধ্যাপক ড. আ হ ম নূরুল ইসলাম, অধ্যাপক ড. এএসএম আইনুল হক আকন্দ, অধ্যাপক ড. একেএম রাশেদুজ্জামান,অধ্যাপক ড. হাফিজুর রহমান,অধ্যাপক ড. একে নূরুল ইসলাম,অধ্যাপক ড. খোদেজা খাতুন, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আশেক রায়হান মাহমুদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।