বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘শিক্ষার অধিকার অর্জন ও বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ৬ আগস্ট) বেলা ১১টায় আইন বিভাগের আয়োজনে আইন অনুষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডলের তত্বাবধানে
গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পি.এইচ.ডি গবেষক বি. এম. আব্দুর রাফেল।
এসময় আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডলের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের সাবেক ডিন ও সাবেক ট্রেজারার প্রফেসর ড. মোহা. সেলিম তোহা। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. সৈয়দা সিদ্দিকা। সেমিনারে মূখ্য আলোচক হিসেবে ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল করিম খান ও প্রফেসর ড. হালিমা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রফেসর ড. এম. আনিচুর রহমান।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের, বিশেষ করে পাকিস্তানী আমলের পূর্ব-বাংলার ও দেশ স্বাধীন হবার পর সার্বভৌম রাষ্ট্রের বাঙালী-অবাঙালী নির্বিশেষে সকলের, শিক্ষার অধিকার অর্জন ও বাস্তবায়নে জীবনভর যে আন্দোলন-সংগ্রাম করেন এবং কর্মসূচী-পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন তা পদ্ধতিগতভাবে উপস্থাপন করাটা শুধু পৃথিবীর বাঙালী জনগোষ্ঠীর জন্য ঔৎসুকের বিষয় নয়, এটি তাবৎ বিশ্বের শিক্ষাবঞ্চিত ও শোষিত মানুষের জানার বিষয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।