পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল বুধবার (১১ মে) খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এরআগে গত ১৮ এপ্রিল থেকে মঙ্গলবার (১০ মে) পর্যন্ত ২৩ দিন ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন। তিনি বলেন, পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষে গত ১৮ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হয়, তা মঙ্গলবার (১০ মে) শেষ হচ্ছে।
এতে আগামীকাল বুধবার (১১ মে) থেকে যথারীতিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।