ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের উদ্যোগে আন্ত সেশন ইব্রাহিম হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে ২০১৮-১৯ সেশন।
জানা গেছে, গত ৫ নভেম্বর হিসাব বিজ্ঞান বিভাগের উদ্যোগে ইব্রাহিম হোসেন স্মৃতি আন্ত সেশন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। ৮দিন ব্যাপী টুর্নামেন্টে অংশগ্রহণ করে ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ ও ২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা। এতে ফাইনালে উঠে ২০১৬-১৭ ও ২০১৮-১৯ সেশন। অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ২০১৮-১৯ সেশন চ্যাম্পিয়ন হয়েছে।
এসময় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকির হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শেলীনা নাসরীন, সহকারী অধ্যাপক ইসরাত জাহান, সহকারী অধ্যাপক কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, সহকারী অধ্যাপক শাহাবুব আলমসহ বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক নাজমুল হুদা।
বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকির হোসেন বলেন, এই আয়োজনটি মূলত শিক্ষার্থীরাই করেছে। আমরা আর্থিক ভাবে সহায়তা করেছি। শিক্ষার্থীদের মাদক মুক্ত ও সুস্থ থাকতে এমন আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা।
উল্লেখ্য, মরহুম ইব্রাহিম হোসেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।