রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান উৎসব। শনি-রবিবার (২৪ ও ২৫ সেপ্টেম্বর) বিশ^বিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) ও এর সামনের মাঠে এ উৎসবের আয়োজন করা হবে। উৎসবের আয়োজন করবে রাজশাহী বিশ^বিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউসিসি)। প্রায় দেড় হাজার প্রতিযোগী এ উৎসবে অংশগ্রহণ করবেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াই টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান রাবি সায়েন্স ক্লাবের সভাপতি আবিদ হাসান।
২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় টিএসসিসিতে উৎসবের উদ্বোধন করা হবে। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার অনুষ্ঠানের উদ্বোধন করবেন। উৎসবের প্রথম দিনে থাকবে সায়েন্স অলিম্পিয়াড, প্রোগ্রামিং কন্টেস্ট, প্রজেক্ট শো কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, ওয়াল ম্যাগাজিন। এছাড়া দ্বিতীয় দিনে থাকবে প্রজেক্ট শো কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, সায়েন্টিফিক স্পিচ কম্পিটিশন, রুবিক্সস কিউব কম্পিটিশন, পেইন্টিং কম্পিটিশন, তিন মিনিট থিসিস প্রেজেন্টেশন।
দুই দিনের এ উৎসবে আরও থাকবে ভ্রাম্যমান জাদুঘর, মুভি বাস, মহাকাশ প্রদর্শনী ও গবেষণাগার প্রদর্শন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ রেফারেন্স ফর কেমিক্যাল মেজারমেন্টস এর চিফ সায়েন্টিফিক অফিসার ড. মালা খান। প্রধান বক্তা হিসেবে থাকবেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন ও রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাহ্ আজম। উৎসবে আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও সায়েন্স ক্লাবের উপদেষ্টামণ্ডলী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।