জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১০২ তম জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০ টায় নীলদলের সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচে কেক কেটে জাতির পিতার ‘১০২ তম জন্মবার্ষিকী’ উদযাপন করা হয়। এরপর উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নীলদলের সাবেক সভাপতি ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, আইন বিভাগের ডিন ড. সরকার আলী আককাস, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, দপ্তর সম্পাদক কাজী ফারুক হোসেন, নীলদলের সদস্য সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন মাহি সহ নীলদলের অন্যান্য শিক্ষকবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।