![করোনা](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/04/c8177326-d764-414c-938f-7c5c83136244_nn.jpg)
করোনার দ্বিতীয় ডোজ পায়নি ১৭ লাখ ৪৯ হাজার শিক্ষার্থী
করোনার দ্বিতীয় ডোজ পায়নি ১৭ লাখ ৪৯ হাজার শিক্ষার্থী
মহানারি করোনার সংক্রমণ ঠেকাতে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের গত ১ নভেম্বর থেকে টিকা দেয়া শুরু হয়। স্বাস্থ্য অধিদফতের তথ্য মতে, এখন পর্যন্ত দেশে এক কোটি ৭২ লাখ ৭৪ হাজার ১৯৬ শিক্ষার্থী টিকার প্রথম ডোজের আওতায় এসেছে।
তবে দ্বিতীয় ডোজের ক্ষেত্রে এখনও বিশাল পার্থক্য রয়ে গেছে, যদিও সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, প্রাপ্ত বয়স্কদের দ্বিতীয় ও বুস্টার ডোজে বেশি নজর দেওয়ায় শিক্ষার্থীদের টিকায় কিছুটা ভাটা পড়েছে।
তবে, এ কার্যক্রম শিগগিরই আরও জোরদার করা হবে। স্বাস্থ্য অধিদফতরের পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, প্রথম ডোজ পাওয়া এক কোটি ৭২ লাখ ৭৪ হাজার ১৯৬ শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে এক কোটি ৫৫ লাখ ২৪ হাজার ৮৭৪ জনকে। অর্থাৎ প্রথম ডোজ পাওয়াদের মধ্যে এখনও দ্বিতীয় ডোজ টিকা পায়নি ১৭ লাখ ৪৯ হাজার ৩২২ জন শিক্ষার্থী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।