গুচ্ছ পদ্ধতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)/স্নাতক ১ম বর্ষে প্রথম মেধা তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি হয়েছে ২০৪ জন। বাকি শূন্য আসনের জন্য শীঘ্রই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।
শনিবার ১২ নভেম্বর (শনিবার) বিকাল ৪টা পর্যন্ত প্রথম মেধা তালিকা থেকে ভর্তির কাগজপত্র জমা দেওয়ার সময় ছিল। এ সময়সীমার মধ্যে ‘এ’ ইউনিটে ১২৮, ‘বি’ ইউনিটে ৩৫ এবং ‘সি’ ইউনিটে ৩৯ জন ভর্তি হয়েছে। উল্লেখ্য এ বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ১১০৯টি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, প্রথম মেধা তালিকা থেকে ভর্তির পর খালি আসনের জন্য ভর্তির দ্বিতীয় মেধা তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ।
এছাড়াও স্থাপত্য ডিসিপ্লিন এবং চারুকলা স্কুলে ভর্তির জন্য যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় মেধা তালিকাপর্বে তাদের ভর্তি করা হবে।
এর আগে শুক্রবার (০৪ নভেম্বর) গুচ্ছভুক্ত পরীক্ষার ভিত্তিতে এ বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনের ফলাফল প্রকাশিত হয়।এবছর মোট আবেদন পড়েছিল ৫৩ হাজার ৪৯ জনের। এর মধ্যে ‘এ’ ইউনিটে আবেদন পড়েছিল পড়েছে ১৭১২৫টি, বি ইউনিটে আবেদন পড়েছিল ২০৯৮১টি এবং সি ইউনিটে আবেদন পড়েছিল ১৪৯৪৩টি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।