খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন গভর্মেন্ট ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অমিত রায় চৌধুরী।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলমের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০ এর ১৪ (১) ধারা অনুযায়ী গভর্মেন্ট ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অমিত রায় চৌধুরীকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলো।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষের কর্মমেয়াদ শেষ হওয়ার পর খুলনা বিশ্ববিদ্যালয়ে এ পদটি শূন্য ছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।