৩রা নভেম্বর, বৃহস্পতিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। সকাল ৯:০০ টায় কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এরপর বেলা ১১:৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ১-এ চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধার্ঘ নিবেদনের পর জেল হত্যা দিবসের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। সভাপতির বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর রক্তবন্ধু জাতীয় চার নেতার খুনীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা এবং জেল হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচিত করার আহ্বান জানান।

উপাচার্য মহোদয় আরও বলেন, পাকিস্তান এবং তাদের এদেশীয় দোসররা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে এবং তৎকালীন অবৈধ সরকার বঙ্গবন্ধুর হত্যাকারীদের শাস্তি না দিয়ে আইনের মাধ্যমে নিরাপত্তার বিধান করে, যা পৃথিবীতে নজিরবিহীন ঘটনা।

তিনি আরও বলেন, বাংলাদেশে যেকয়টি নিষ্ঠুরতম কলঙ্কজনক ঘটনা রয়েছে তারমধ্যে জেল হত্যা অন্যতম। উপাচার্য মহোদয় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা বাঙালির হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবেন।

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।