বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে সকাল দশটায় ফল সেমিস্টারে ভর্তিকৃত নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২ জানুয়ারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।
প্রধান অতিথি বলেন, ‘বর্তমান সামাজিক প্রেক্ষাপটে তোমাদেরকে চারিত্রিক ও মানবিক গুণাবলী অর্জন করে ভাল মানুষ হতে হবে। কারণ লেখাপড়া করে অসৎ হলে ঐ লেখাপড়ার কোন মূল্য নেই। তিনি আরো বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে।’
স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনগণ, রেজিস্ট্রার, প্রক্টর, অনুজ ও নবাগত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ হামিদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে নবাগত অনুজ ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয় অগ্রজ ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানের শেষে ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান-শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, লাইব্রেরি ঘুরিয়ে দেখানো হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।