বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৫টি কেন্দ্রে ২ ঘণ্টাব্যাপী মোট ২০০ নম্বরের লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের ভর্তি পরীক্ষায় ৫টি অনুষদের অধীনে মোট ১০টি বিভাগের ৬০০টি আসনের জন্য আবেদন পড়েছিল ১২৮৬৩টি।

সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হওয়া এবারের ভর্তি পরিক্ষায় উপস্থিত ছিল ৮১০৪ জন পরিক্ষার্থী যা মোট আবেদনের ৬৩ শতাংশ।