রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে গত ২৭ ফেব্রুয়ারি একটি রাজশাহী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, কোনো প্রকার ঘুমের ওষুধ, নেশা জাতীয় দ্রব্য কিংবা আত্মহননের প্রচেষ্টা করলে কোনো কৈফিয়ত ছাড়াই শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করা হবে।
তবে শেষ পর্যন্ত সিট বাতিলের বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করেছে হল প্রশাসন। রোববার (১৩ মার্চ) বিকেলে হল প্রভোস্ট শর্মিষ্ঠা রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আদেশটি বাতিল করে বিজ্ঞপ্তি দেয়া হয়।
নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল কর্তৃক আত্মহত্যার প্রচেষ্টা জনিত কারণে সিট বাতিল হবে বলে যে বিজ্ঞপ্তিটি দেয়া হয়েছিল তাতে অনেক শিক্ষার্থী আহত হয়, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে কাউকে আঘাত করার জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়নি।
শিক্ষার্থীদের সচেতনতার জন্য এটি করা হয়েছিল। বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো। তবে শিক্ষার্থীদের কাছে কোন নেশা জাতীয় দ্রব্য পাওয়া গেলে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।