রাজধানীর রামপুরায় আবারও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন কর্মসূচিতে নেমেছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল ১১টার দিকে রামপুরা সেতুর ওপর শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে।
শিক্ষার্থীদের হাতে দেখা যায় বিভিন্ন পোস্টার যা আশেপাশের দেয়ালে টানিয়ে দেয়া হয়। পোস্টারগুলোতে নিরাপদ সড়ক চাই, বাসে নারী যাত্রীদের সম্মান দিতে হবে, আমরা আছি থাকব যুগে যুগে লড়বো, সড়কের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন লড়াই করুন; এই জাতীয় স্লোগান লেখা হয়।
রামপুরা এলাকায় শিক্ষার্থীদের কর্মসূচির সমন্বয়কারী সোহাগী সামিয়া বলেন, আমরা আজ এক ঘন্টার মতো রাস্তায় পাশে অবস্থান নিয়ে নিজেরা পোস্টার তৈরি করেছি সে পোস্টার আশেপাশে লাগানো হয়েছে। পাঁচ ছয় দিন পর আবার নতুন কর্মসূচি দেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।