আজ শনিবার (১৫ জানুয়ারি) থেকে আগামী শুক্রবার (২১ জানুয়ারি) পর্যন্ত অনলাইনে স্কুলপড়ুয়া মেয়েদের বেসিক টু অ্যাডভান্স প্রোগ্রামিং প্রশিক্ষণ দেবে ইকো-বিডি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ইকো-ইউএসএর সহায়তায় বিডি গার্লস কোডিং প্রকল্পের আওতায় ছয় দিনের এ প্রশিক্ষণ দেওয়া হবে।
ছয়টি ক্লাসে বিভক্ত বিনা মূল্যের এ প্রশিক্ষণে কোডিং ও প্রোগ্রামিং বিষয়ে ছাত্রীদের প্রাথমিক ধারণা দেওয়া হবে। একই সঙ্গে প্রোগ্রামিং শেখার কৌশল শেখানো হবে। যেকোনো স্কুলের ছাত্রীরা ঘরে বসেই এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। এ জন্য https://forms.gle/QXTyZjy32NxuwbrC9 লিংকে নিবন্ধন করতে হবে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের স্বেচ্ছাসেবক ও মস্কো ইনস্টিটিউট অব ফিজিকস অ্যান্ড টেকনোলজির গবেষণা সহকারী হুমায়ুন কবির এ প্রশিক্ষণ দেবেন। এ বিষয়ে প্রশিক্ষণের সহকারী প্রকল্প সমন্বয়ক আহমাদ মুদ্দাসসের জানান, বিশ্ববিদ্যালয় বা কর্মক্ষেত্রে নারীদের প্রযুক্তিনির্ভর কার্যক্রমে অংশ নেওয়ার পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। স্কুল পর্যায় থেকে ছাত্রীদের প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তুলতে এ প্রশিক্ষণ সহায়তা করবে।
বি/ সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।