ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় শুরু হয়ে এ পরীক্ষা চলে সকাল ১১টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইডেন কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য, সাত কলেজে এ বছর সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে। সাড়ে ছয় হাজার আসনের বিপরীতে এই ইউনিটে আবেদন পড়েছে ৪১ হাজার ৯৪টি। অর্থাৎ এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় সাত জন শিক্ষার্থী।