পেশাগত বৈষম্য দূরীকরণ, কর্মকর্তা নিয়োগ, পদোন্নয়নসহ ১২দফা দাবি জানিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কেন্দ্রীয় কমিচি কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে রাজশাহী  বিশ্ববিদ্যালয়  (রাবি) অফিসারবৃন্দ।

রোববার (১৯ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা এই কর্মসূচি পালন করেন।

কর্মকর্তাদের অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ, ৩য় গ্রেড পর্যন্ত পদোন্নয়ন সুবিধা, কর্মকর্তা হিসেবে ৪ বার পদোন্নয়ন সুবিধা প্রদান, পদ অনুসারে গ্রেড উন্নয়ন, কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি ও পদ্দোন্নয়ন সংক্রান্ত কমিটিতে কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্তকরণ, সকল দপ্তরের নন টিচিং পদে কর্মকর্তাদের নিয়োগ বাধ্যতামূলককরণ, শিক্ষাছুটির মেয়াদ এবং সক্রিয় চাকরিকাল সংক্রান্ত বিষয় নির্দেশিকায় উল্লেখকরার দাবি জানান তারা।

আরও পড়ুন… ‘ইনক্রিমেন্ট’ স্থগিত রাখার প্রতিবাদ রাবি শিক্ষকদের

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে শিথিলকরণ, পদোন্নয়নের ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে প্রচলিত নিয়মানুসরণ করার সুযোগ, দ্বিতীয় গ্রেডধারী কর্মকর্তাদের মোট চাকুরিকাল ন্যূনতম ২২ বছর এবং যোগ্যতার ভিত্তিতে মোট দ্বিতীয় গ্রেডধারী কর্মকর্তার ২৫% কর্মকর্তার ১ম গ্রেড প্রদান, পদ অনুযায়ী সকল সুবিধা নিশ্চিতকরণ, সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে উদ্বুদ্ধ জটিলতা এড়ানোর স্বার্থে ফেডারেশন নেতৃবৃন্দের পুনরায় আলোচনা এবং খসড়া প্রদান করার ব্যবস্থা গ্রহণ করার দাবিও জানানো হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ইউজিসির নীতিমালা কমিটিতে কোন অফিসার অন্তর্ভুক্ত নেই, তাই তারা কি করছে, আমরা জানতে পারছি না। তাদের কমিটিতে আমাদের ফেডারেশনের সদস্যদের অন্তর্ভুক্ত করতে হবে। একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ আমাদের পদোন্নতি আটকে রাখতে চায়। আমরা আমাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের ১২ দফা দাবি অতিসত্ত্বর মেনে নিতে হবে। আমাদের সকল দাবি মানা না হলে, আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।

মানববন্ধনে জনসংযোগ দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. শহীদুল্লাহর সঞ্চালনায় কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক এবং অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. গোলাম মোস্তফা, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান চঞ্চল, বরেন্দ্র জাদুঘরের উপ-গ্রন্থাগারিক আসলাম রেজা, দর্শন বিভাগের সহকারী রেজিস্ট্রার মাসুদ রানা কৃষি প্রকল্পের সেকশন অফিসার মনি আকতারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অবস্থান কর্মসূচিতে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রায় দুই শতাধিক অফিসার উপস্থিত ছিলেন।

কলমকথা/সাজ্জাদ