গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটকের পর রাজধানীর হাতিরঝিল থানায় দুটি মামলা হয়েছে অভিনেত্রীর নামে।

নির্যাতনের অভিযোগে তার গৃহকর্মী বাদী হয়ে একটি মামলা করেন। অপর মামলাটি একার বাসায় মাদক পাওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে করেছে।

হাতিরঝিল থানা-পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, শনিবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর উলনের বাসা থেকে একাকে আটক করা হয়।

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকের সময় চিত্রনায়িকার বাসা থেকে ইয়াবা ও মদ উদ্ধার করা হয়েছে।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম বলেন, চিত্রনায়িকা একার বাসায় নির্দিষ্ট সময় কাজ করতেন হাজেরা বেগম (৩০) নামে এক গৃহকর্মী। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ করেন। 

তিনি আরও বলেন, আমরা প্রথমে নির্যাতনের শিকার গৃহকর্মীকে উদ্ধার করি। পাশাপাশি চিত্রনায়িকা একাকে আটক করে থানায় নিয়ে আসি। ভিকটিমকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠিয়েছি। গৃহকর্মীর হাতে ও মাথায় আঘাত রয়েছে।