অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষের আয়োজনে হলিউডের ডলবি থিয়েটারে আগামী ২৭ মার্চ হতে যাচ্ছে ৯৪তম অস্কার অনুষ্ঠান। এজন্য বিশেষজ্ঞদের সঙ্গে শলা-পরামর্শ করছেন তারা।
এবারের আয়োজনে থাকছে কিছু বিধি নিষেধ। যদিও এর আগে একবার বলা হয়েছিল কোন বিধি নিষেধ থাকছে না এবারের আয়োজনে।
আয়োজক কমিটি সিদ্ধান্ত নিয়েছে, অনুষ্ঠান চলাকালে ডলবি থিয়েটারের ভেতরে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে অনেকটা নিয়মটা বদলে যাবে। অনুষ্ঠানে সবারই থাকতে হবে করোনামুক্ত টিকা সনদ। নয়তো অস্কারের এই আসরে কেউ প্রবেশ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে কতৃপক্ষ।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।