চিত্রনায়ক শাকিল খান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। তাই আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়।
তিনি বলেন, বিদেশি সহায়তা ও শক্তির ওপর নির্ভর করে যারা দেশের ক্ষমতায় আসতে চক্রান্ত করছে, তারা দেশ ও জাতির শত্রু। কারণ তারা দেশের সুনাম ক্ষুণ্ণ করে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে।
শনিবার সন্ধ্যা ৭টায় মোংলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি ও জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, যারা বিদেশি বন্ধুদের পিছু হাঁটছেন, তারা ভুল পথে এগোচ্ছেন। কারণ জনগণ সব ক্ষমতার উৎস; তাই জনগণকে সঙ্গে নিয়ে তাদের পথ চলা উচিত।
প্রেসক্লাব সভাপতি মনিরুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময়সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান গাজী ও শফিকুল ইসলাম শান্তসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
এর আগে শাকিল খান মোংলা উপজেলার জয়মনি, চিলা, বৈদ্দমারী, টাটিবুনিয়া ও পৌর শহরের বিভিন্ন স্থানে গণসংযোগসহ বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে পথসভা ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও নৌকার মনোনয়ন প্রত্যাশা করেন এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।