করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে গোটা ভারত। প্রতিদিনই ভাঙছে আক্রান্তের রেকর্ড। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। হাসপাতালের বেড থেকে শুরু করে অক্সিজেন সবকিছুই গিয়ে থেকেছে দুর্মূল্যের তালিকার উপরে। দেশের এই ভয়াবহ অবস্থায় অনেক বলিউড তারকারাই পাড়ি জমিয়েছেন দেশের বাইরে। যার কারণে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের।
কিন্তু সেই সমালোচনার রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় আরও একবার মালদ্বীপের ছবি পোস্ট করলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।
একটি ভ্রমণ সংক্রান্ত ম্যাগাজিনের প্রচ্ছদে ‘কভার গার্ল’ হিসেবে ধরা দিয়েছেন জাহ্নবী। সেই ম্যাগাজিনের প্রচ্ছদের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ‘শ্রীদেবী-কন্যা।’
ছবিতে দেখা যাচ্ছে, রুপোলি রঙের বিকিনি ও কোমরে উজ্জ্বল নীল রঙের সারং কোমরে পেঁচিয়ে পোজ দিয়ে ক্যামেরার মুখোমুখি তাকিয়ে রয়েছেন এই অভিনেত্রী। তারকার ছবি দেখে বলে দিতে হয় না জায়গাটি যে মালদ্বীপ।
এর আগে মালদ্বীপে ছুটি কাটানোর ছবি নেটমাধ্যমে পোস্ট করে ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন জাহ্নবী। তারপর ফের একবার নেটমাধ্যমে মালদ্বীপের ছবি কী করে পোস্ট করতে পারে এই অভিনেত্রী, সেই প্রশ্ন ওঠার আগেই তড়িঘড়ি তার কৈফিয়ৎ দিয়েছেন জাহ্নবী নিজেই।
ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, অনেক আগে থেকেই এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম বলেই এই ছবি পোস্ট করলাম।’
এছাড়াও নিজের অনুরাগীদের তার আশ্বাসবাণী,এই ছবি লকডাউন ঘোষণার আগেই তোলা হয়েছিল। এখানেই না থেমে তিনি আরও জানান এই কঠিন সময়ে সতর্কবিধি মেনে চলছেন তিনি। তার আশা,বাকিরাও নিশ্চয়ই তা মেনে চলছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।