‘সুপার ৩০’, ‘তুফান’, ‘ধামাকা’র কল্যাণে এখন পরিচিত অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। সামনেই শহিদ কাপুরের সঙ্গে তাঁর আলোচিত ছবি ‘জার্সি’ মুক্তি পাবে।
এই সময়ের ব্যস্ততম অভিনেত্রী ম্রুনাল
অপেক্ষায় আছে আরো কয়েকটি। তবে হালে এতো সাফল্যর মুখ দেখলেও একটা সময় খুব খারাপ কেটেছে ম্রুনালের।
সেটা এতোটাই যে ট্রেন থেকে লাফিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি!
ম্রুনালের জন্ম মহারাষ্ট্রের শহর ঢুলেতে
এক সাক্ষাত্কারে কৈশোরে হতাশায় ভোগার কথা জানান ম্রুনাল। তাঁর বয়স তখন সতের কী আঠারো। অভিনেত্রী হতে চান কিন্তু একের পর অডিশন দিয়েও মিলছিল না সুযোগ।
সামনে ম্রুনালের ’জার্সি’ মুক্তি পাবে
ম্রুনাল বলেন, তখন পেয়ে বসে নানা নেতিবাচক চিন্তা, ‘ভবিষ্যত নিয়ে আমি তখন ভীষণ হতাশ ছিলাম। মনে হতো অন্য অনেকের মতো আমাকেও ২২-২৩ বছরে বিয়ে করতে হবে। এরপর বাচ্চা নিতে হবে। যে জীবন আমি একেবারেই চাই না। কিন্তু কী করব বুঝতে পারছিলাম না। লোকাল ট্রেনে যাতায়াত করতে করতে কতবার মনে হয়েছে ঝাঁপ দিয়ে জীবন শেষ করে দেই। ’
সবশেষ ‘ধামাকা’ ছবিতে দেখা যায় ম্রুনালকে
ম্রুনাল সাংবাদিকতা নিয়ে পড়তে মুম্বাই এসেছিলেন। বাড়ি ভাড়া, খাওয়ার খরচ যোগাতে হিমশিম অবস্থা হতো তাঁর। তবে সব বাধা পেরিয়ে ঠিকই নিজের জায়গা করে নিয়েছেন তিনি।
কাজ করেছেন হূতিক রোশন, জন আব্রাহাম, শহিদ কাপুরের মতো তারকাদের সঙ্গে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।