ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। সম্প্রতি পা রেখেছেন বড় পর্দাতে। অভিনেত্রী হওয়ার পাশাপাশি সমাজকর্মী হিসেবে পরিচিত তিনি। ব্র্যাক ইন্টারন্যাশনালের শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছেন। যদিও অভিনেত্রী হিসেবে মিথিলার জনপ্রিয়তা শীর্ষে।
এবারের ঈদে বেশ কয়েকটি নতুন নাটক অনুরাগীদের উপহার দিতে চলেছেন অভিনেত্রী। এরমধ্যে অন্যতম ‘বিয়িং ওম্যান’।
সেখানে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।মুনতাহা বৃত্তার রচনায় এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।
নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছেন মিথিলা। নাটকে এক কর্মজীবী নারীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। মধ্যবিত্ত পরিবারের হয়ে সংসার এবং পেশার চাহিদা পূরণ করার জন্য নিজের লক্ষ্যে তিনি অবিচল, সেই গল্পই উঠে আসবে নাটকে।
পরিচালক জানিয়েছেন, পেশা ও সংসার জীবনের টানাপড়েনের গল্প এটি। যেখানে মিথিলাকে মা-হিসেবেও দেখা যাবে। নাটকে মিথিলার স্বামীর চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে।
মঙ্গলবার (২৭ জুলাই) বাংলাদেশের সময় রাত ৮টা ৩০টায় আরটিভিতে প্রচারিত হবে এই নাটকটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।