ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে তার অভিষেক হয়েছে বড়পর্দাতেও। যদিও সেই সংখ্যা একটি। কিন্তু প্রথম সিনেমাতেই বাজিমাত করেছিলেন এই অভিনেত্রী। প্রশংসিতও হয়েছিলেন বেশ।
এবার ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন তিনি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিউনিকেশন প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন ফারিয়া।
এ বিষয়ে গণমাধ্যমকে নায়িকা জানান, গেলো ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
তিনি বলেন, ‘চাকরি এবং অভিনয় দুটোই একসঙ্গে চালিয়ে যাবেন। নতুন চাকরিতে হোম অফিস ৩ দিন করে। অফিসে যেতে হবে ৩ দিন। আশা করছি নতুন এই দায়িত্ব উপভোগ্য হবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।