ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গত বুধবার ছিল তার জন্মদিন। আর এ বিশেষ দিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে পারিবারিক আয়োজনে বাগদান সম্পন্ন করেছেন এ নায়িকা।

বাগদানের জন্য জন্মদিনটাকেই কেন বেছে নিলেন? মিম বলেন, আসলে জন্মদিনটা আমার কাছে বিশেষ একটি দিন। বিশেষ মানুষের সঙ্গে তাই বিশেষ দিনেই আবদ্ধ হলাম। আর কিছু না। জন্মদিনে এনগেজমেন্ট অনুষ্ঠান করার এটাই কারণ।

বাগদান সারলেন। বিয়ের পরিকল্পনা কবে? কিছু ভেবেছেন? মিম বলেন, মাত্র এনগেজমেন্ট হলো। সত্যি কথা বলতে এখনও বিয়ের কোনো পরিকল্পনা করিনি। কিছুই ভাবিনি এ নিয়ে।

এদিকে সবশেষ মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এ ছাড়া ‘ইত্তেফাক’, ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমার শুটিং চলছে।