পর্নকাণ্ডে জর্জরিত কুন্দ্রা পরিবার। এরই মাঝে মরার ওপর খাড়ার ঘা। উত্তরপ্রদেশে আর্থিক তছরূপের অভিযোগ উঠল অভিনেত্রী শিল্পা শেট্টি ও তার মা সুনন্দা শেট্টির বিরুদ্ধে। ইতিমধ্যে লখনউতে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। শিল্পা এবং তার মায়ের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের হয়েছে লখনউয়ে।
আর্থিক প্রতারণার অভিযোগ, জ্যোৎস্না চহান নামে এক নারী লখনউয়ের হজরতগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, রোহিত বীর সিংহ নামে এক ব্যক্তি বিভূতি খন্দ থানায় অপর একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের হতেই বিষয়টি নিয়ে তৎপর লখনউ পুলিশ। সূত্রের খবর, লখনউ পুলিশের একটি দল শীঘ্রই মুম্বাইয়ে এসে শিল্পা এবং তার মা-কে জেরা করতে পারে।
এক ওয়েলনেস সেন্টারকে ঘিরেই যাবতীয় ঘটনার সূত্রপাত। শিল্পা এই ওয়েলনেস সেন্টারের কর্ণধার।
পুলিশ সূত্রে খবর, ‘আইওসিস ওয়েলনেস সেন্টার’ নামে একটি সংস্থার চেয়ারম্যান শিল্পা শেট্টি কুন্দ্রা। সংস্থাটি চালাতেনও শিল্পা। উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় শরীরচর্চা কেন্দ্রের শাখাও রয়েছে। দুই ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা শিল্পা শেট্টির মা সুনন্দা নিয়েছেন বলে অভিযোগ। তাদের আরও অভিযোগ, একাধিক জায়গায় কোম্পানির শাখা খোলার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিলেন তারা।
সুত্র-হিন্দুস্তান টাইমস
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।