প্রতি ঈদেই গান নিয়ে হাজির হন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। গানের পর এবার রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন তিনি।

এটিএন বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’তে রান্না করতে দেখা যাবে তাকে। বিভিন্ন খাবার তৈরির পদ্ধতি আর খাবারের পুষ্টিগুণের তথ্য নিয়ে এই অনুষ্ঠানটি সাজানো হয়।

এখানে নিয়মিত আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন পেশার অতিথিদের। অনুষ্ঠানটির একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে নিজ হাতে রান্না করতে দেখা যাবে ড. মাহফুজুর রহমানকে।

অনুষ্ঠানে দর্শকের জন্য বাড়তি পাওয়া হিসেবে থাকছে মাহফুজুর রহমান খালি গলার গান।

জানা যায়, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সম্প্রতি একটি পর্বের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। শিগগিরই এটিএন বাংলার পর্দায় অনুষ্ঠানটি প্রচার হবে।