মাদকসহ গ্রেপ্তার হয়েছেন তথাকথিত মডেল অভিনেত্রী মরিয়ম আক্তার মৌ। গ্রেপ্তার হয়েছেন পিয়াসা ও চিত্রনায়িকা পরীমণি। তবে মৌ নাম নিয়ে বরাবর বিব্রত হচ্ছেন শোবিজের অন্যান্য মৌ’রা। এই ঘটনায় প্রথমেই বিব্রত জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। অবশ্য মৌ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিষয়টিকে পরিস্কার করেছেন। এদিকে একটি গণমাধ্যমে মরিয়ম আক্তার মৌ-এর ছবি ছাপতে গিয়ে চিত্রনায়িকা মৌ খানের ছবি ছাপিয়ে দেওয়া হয়েছে। এতে বিব্রত হয়েছেন নায়িকা।
তাৎক্ষণিকভাবে বিভিন্ন গণমাধ্যমকর্মীর সহায়তায় ওই গণমাধ্যমে যোগাযোগ করে বিষয়টি জানান। মৌ বলেন, ‘আসলে সেদিন (মঙ্গলবার) হঘুম থেকে উঠেই ফোন পাই আমার ছবি নাকি পত্রিকায় ছাপা হয়েছে। তাও মাদক মামলার ঘটনায়। বিষয়টি নিয়ে বেশ বিব্রত হই। কয়েকজন আমাকে বিষয়টি জানায়। এরপর আমি নিজেই দেখি, সত্যিই। এরপরে আমি পত্রিকার অফিসে যোগাযোগ করি। ওরা ভুল স্বীকার করে পরেরদিন সংশোধনী ছেপে দেয়।
‘ এই উঠতি নায়িকা বলেন, ‘দেখুন, আমরা এখন ক্যারিয়ারের সংগ্রামের জায়গায় রয়েছি। এখনই যদি আমাদের নিয়ে ভুল বোঝাবুঝি হয় তাহলে অভিনয় ছেড়ে দিতে হবে। যদিও আমি ক্যারিয়ার হিসেবে সিনেমাকে পুরোপুরি নেইনি। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন ও মানবসম্পদ বিভাগে রয়েছি। সিনেমাটা করছি, যতক্ষণা জায়গাটা মসৃণ থাকবে ততক্ষণ কাজ করে যাবো।’
রাজধানীর বারিধারা এলাকা থেকে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা এবং মোহাম্মদপুর থেকে মরিয়ম আক্তার মৌ নামের এক মডেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সম্প্রতি পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। দুই নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। এই দুই নারীকে ইয়াবা, মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যাদিসহ আটক করা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।