![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/cacba90b-489a-4e51-9e51-a5666ae9d2c3_nn.jpg)
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
সাদা-কালো কাফতান পরে ‘দ্য কপিল শর্মা শো’-র ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এপিসোডে বিশেষ অতিথি হিসেবে শো-য় এসেছিলেন বিপাশা বসু।
আর করণ সিং সাদা টি-শার্টের সাথে টিমআপ করেছিলেন মাল্টি কালারের ডেনিম। করণ আর বিপাশার ফিটনেস নিয়ে মজা করতে দেখা যায় কপিলকে। বলেন, ‘এগুলো হল সেই সব লোক যারা ১০ বছর আগেও যেমন দেখতে থাকে, ১০ বছর পরেও। এরাই ফুলশয্যায় দুধ না খেয়ে প্রোটিন শেক খেয়ে ঘুমোতে যায়।’ এরপর করণের গায়ে থাকা ভর্তি ট্যাটু নিয়ে কথা শুরু করে দেন কপিল। প্রশ্ন করেন, ‘আর কতগুলো ট্যাটু হলে আপনি পোশাক ছাড়াই থাকতে পারবেন?’ আর তাতে বিপাশার উত্তর, ‘সেরকম হবে না।
করণ পোশাক পরতে খুব ভালোবাসে, আবার পোশাক ছাড়া থাকতেও।’ বউয়ের কথা শুনে বেশ লজ্জায় পড়ে যান করণ। অর্চনা পূরণ সিং এরপর প্রশ্ন ছোড়েন তাদের মধ্যে কী নিয়ে ঝগড়া হয়। হাত তুলে করণের তাতে উত্তর হয়, ‘আমি কিছু ভুল করি’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।