সাবলীল অভিনয়ে তিনি জয় করেছেন কয়েক প্রজন্ম। চরিত্রভিত্তিক অভিনয়ে, বিশেষ করে মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের ভাসিয়েছেন আবেগের জোয়ারে। তিনি ডলি জহুর বাংলাদেশের অভিনয় জগতের কিংবদন্তি অভিনেত্রী।
দুই বছর অস্ট্রেলিয়ায় ছেলের কাছে ছিলেন এই অভিনেত্রী। গত জানুয়ারিতে তিনি দেশে ফিরেছেন। এদিকে হঠাৎ করে ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন নন্দিত এই অভিনেত্রী। হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রওনক হাসান। তিনি বলেন, আমাদের সবার প্রিয় বরেণ্য অভিনেত্রী ডলি জহুরকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অক্সিজেন সেচুরেশান ঠিক আছে। সব পরীক্ষা-নীরিক্ষা করার পর শুক্রবার (১৮ফেব্রুয়ারি) বোঝা যাবে সবকিছু। আপনারা সবাই দোয়া করবেন।
রওনকের মাধ্যমে এক ভিডিও বার্তায় ডলি জহুর বলেন, আমার খুব বেশি সমস্যা নাই। একটু ঠাণ্ডা লাগছে। সবাই দোয়া করবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।