ক্যাটরিনা-ভিকির রাজকীয় বিয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে রাজস্থানের ৭০০ বছরের পুরোনো কেল্লাতে। ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে বসবে এই তারকা জুটির বিয়ের আসর।

ক্যাটরিনা-ভিকির বিয়েতে কারা আমন্ত্রিত? সেই প্রশ্নও উঠছে ভক্তদের মনে। শোনা যাচ্চে, বিয়েতে অতিথির তালিকাও করা হয়েছে। করণ জোহর, আলি আব্বাস জাফর, কবির খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, বরুণ ধাওয়ান, নাতাশা দালালসহ অনেকেই রয়েছেন সেই তালিকায়।

তবে প্রশ্ন উঠেছে ক্যাটরিনা বাস্তব জীবনে দুলহানিয়া সাজলে পাশে কি দেখা যাবে সালমানকে? উত্তর পাওয়া যায়নি এখনও। তবে ভারতীয় গণমাধ্যম অতিথির যে তালিকার কথা জানিয়েছে সেখানে নেই সালমান খানের নাম।

এদিকে আপাতত ক্যাটরিনা ও ভিকি দুজনেই নিজেদের কাজ গোছাতে ব্যস্ত। বিয়ের পর লম্বা ছুটি নেবেন বলে জানিয়েছেন ক্যাটরিনা। নতুন সংসার গুছিয়ে ফের কাজে ফিরবেন। দিওয়ালিতেই চুপিসাড়ে বাগদান সেরেছেন দুজনে, এবার চার হাত এক হওয়ার পালা।