![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/144835_bangladesh_pratidin_madhuri.jpg)
মাধুরী দীক্ষিত
মাধুরী দীক্ষিত
মাধুরী দীক্ষিতের হাসিতে এখনো হৃদয়ে ঝড় উঠে বলিউডপ্রেমীদের। ‘দ্য ফেম গেম’ দিয়ে ওয়েব দুনিয়ায় রাজকীয় অভিষেক হতে চলেছে মাধুরীর। সেই শোয়ের প্রচারে সম্প্রতি কপিল শর্মার শোয়ে হাজির হয়েছেন ‘ধাক ধাক’ গার্ল। কপিল শর্মার শোয়ে এসে নিজের জীবনের মজার মজার গল্প শুনিয়েছেন মাধুরী। সেখানে তিনি জানিয়েছেন, একবার নিজের গাড়িচালককেই ভুল করে অটোগ্রাফ দিয়ে বসেছিলেন তিনি।
মাধুরী বলেন, ‘বাড়ি থেকে কিছু জরুরি জিনিসপত্র আনানোর দরকার ছিল। সেগুলোর নাম লিখে দিতে তিনি গাড়িচালককে বলেন, ‘যাও, কাগজ কলম নিয়ে এসো।’ কিন্তু কাগজ কলম সামনে পাওয়ার পর সব ভুলে যান মাধুরী। তারকাসুলভ কাজের অংশ হিসেবে কাগজে স্বাক্ষর করে গাড়িচালকের হাতে ধরিয়ে দেন তিনি।
‘দ্য ফেম গেম’ শোটি নেটফ্লিক্সে মুক্তি পাবে আগামী ২৫ ফেব্রুয়ারি। এতে জনপ্রিয় এক বলিউড তারকার চরিত্রে অভিনয় করেছেন মাধুরী। সিরিজে মাধুরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর। বলিউডে জুটি হয়ে ছবিও করেছিলেন মাধুরী-সঞ্জয়। তাদের অভিনীত ‘রাজা’ ছবির জনপ্রিয় গান ‘আঁখিয়া মিলাও কাভি’ গানের তালে কপিল শর্মা শোতে নাচতেও দেখা গেছে দুই তারকাকে।
সূত্র : হিন্দুস্থান টাইমস
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।