ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনে ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস।
সোমবার (৭ মার্চ) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিনি এ সাধারণ ডায়েরি করেন।এ সংক্রান্ত একটি জিডির কপি সময় সংবাদের হাতে এসে পৌঁছেছে। সেখানে দেখা যায় জিডির নম্বর ৩৭৮।
জিডিতে লেখা আছে, একটি ভিডিওতে অরুণা বিশ্বাসকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মালেক আফসারী। যা তিনি তার এক ভাতিজার মাধ্যমে জানতে পেরেছেন। ভিডিওতে মালেক আফসারী কুইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে।
মালেক আফসারী পরিচালিত ‘ক্ষমা’ ছবিতে নায়িকা হিসেবে কাজ করেছিলেন অরুণা বিশ্বাস। ছবিতে তার নায়ক ছিলেন মান্না। এ ছাড়া বহু হিট-সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন মালেক আফসারী। যারমধ্যে উল্লেখযোগ্য ‘এই ঘর এই সংসার’, ‘হীরা চুনি পান্না’ প্রমুখ। সর্বশেষ তার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এটিও হিট সিনেমা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।