সৌদি আরবে কনসার্টে গান গাওয়া থেকে বিরত থাকতে বিখ্যাত সংগীতশিল্পী জাস্টিন বিবারের প্রতি অনুরোধ জানিয়েছেন নিহত সাংবাদিক জামাল খাসোগির স্ত্রী খাদিজা সেনসিজ। আগামী ৫ ডিসেম্বর দেশটির দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খাসোগির হত্যাকারীদের হয়ে গান পরিবেশন না করতে তাকে অনুরোধ জানিয়েছেন এই তুর্কি নারী।

খবর- রয়টার্স। শনিবার (২০ নভেম্বর) ওয়াশিংটন পোস্টে লেখা এক খোলা চিঠিতে তিনি এই আহ্বান জানান। চিঠিতে বিবারকে উদ্দেশ্য করে খাদিজা বলেন, আমার প্রিয় জামালের হত্যাকারীদের জন্য গান না গাইতে আপনাকে অনুরোধ করছি।

দয়া করে তাকে হত্যাকারী মোহাম্মদ বিন সালমানের নিন্দা ও প্রতিবাদ জানান। আপনার প্রতিবাদ কোটি মানুষ শুনবেন। আপনি যদি এমবিএসের দাবার গুঁটি হতে না চান, তবে আপনার কণ্ঠ আরও স্পষ্ট ও সরব হবে। আপনি বলবেন-আমি একনায়কদের জন্য গাই গাইব না। অর্থের চেয়ে আমার কাছে স্বাধীনতা ও ন্যায়বিচারই বড়।