কোরবান শুধুই কি একদিনের পশু কোরবানি? তা হয়তো নয়। জীবনের নানা মুহূর্তেই আমাদের অনেক কিছু কোরবান করতে হয়। যেগুলোর অনেকটাই থেকে যায় অজানা। তারকাদের জীবনেও এমন শত ঘটনা ধীরে ধীরে এক সফল সেলিব্রেটিকে গড়ে তোলে। এই কোরবানির ঈদে এমন সব গল্প শুনিয়েছেন তারা। যেমন চিত্রনায়িকা মাহিয়া মাহি বললেন তার জীবনের কোরবানের কথা-
আমার ক্যারিয়ারের প্রথম ছবি ‘ভালোবাসার রং’-এ দুইবার বড় ধরনের ধাক্কা খেয়েছিলাম। প্রথমবার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছিলাম। থুতনির মাংস থেঁতলে গিয়ে কেটে ভেতরে ঢুকে গিয়েছিল। ২৭টা সেলাই লেগেছে। চিকিৎসক যখন সেলাই করছিলেন, তখন বারবার বলেছিলাম, সার্জারি এমনভাবে করা হয় যেন মেকআপ নষ্ট না হয়। কারণ সেদিন যে মেকআপ করা হয়েছিল তা পুনরায় করলে আর শুটিং করার সময় পাওয়া যাবে না। একই ছবির জন্য আউটডোরে বনের মধ্যে দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছিলাম। এতে হাঁটুর মালাই-চাকি ঘুরে গিয়েছিল। পরে দুদিন রেস্ট নিয়ে আবারও শুটিংয়ে ফিরি।
আমার একটু ক্ষতি হয়েছে, কিন্তু আমি যদি শুটিং না করি তাহলে প্রডিউসারসহ পুরো টিম ক্ষতিগ্রস্ত হয়। এই যে অন্যের কথা ভেবে নিজের কষ্টটা পুষিয়ে নেওয়াটাও একটা সেক্রিফাইস।
আবার যদি ‘অগ্নি’ ছবির কথা বলি, সেখানে ১১৪ তলা থেকে নিজেই লাফ দিয়েছি। আমি সাঁতার জানি না, কিন্তু মাঝ সমুদ্রে স্পিডবোটে কাজ করেছি লাইফ জ্যাকেট ছাড়া।
আমি তো মনে করি, ক্যারিয়ারের জন্য জীবন বিপন্ন করে কাজ করা এটাও একধরনের কোরবানি। যা প্রতিনিয়ত দর্শকদের জন্য একজন শিল্পী করে আসছেন।
শ্রুতিলিখন: ওয়ালিউল বিশ্বাস
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।