তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত তানভীন সুইটি। ক্যারিয়ারে নাটক ও সিনেমায় নানামাত্রিক চরিত্রে অভিনয় করে নিজেকে সমৃদ্ধ করেছেন, পেয়েছেন খ্যাতি। তার এ সমৃদ্ধ ক্যারিয়ারকে সম্মান জানিয়েছে রাজধানীর উত্তরার রোটারি ক্লাব। ২৭ আগস্ট এ ক্লাবটি তাকে অভিনয় ও মডেলিংয়ে বিশেষ অবদান রাখার জন্য ‘ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১-২০২২’ সম্মাননায় ভূষিত করেছে। এমন সম্মান পেয়ে বেশ খুশি এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘যে কোনো সম্মাননাই একজন শিল্পীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
রোটারি ক্লাব বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ক্লাব। এমন একটি প্রতিষ্ঠান থেকে আমাকে বিশেষভাবে সম্মানিত করায় সত্যিই আমি ভীষণ আনন্দিত, গর্বিত। যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা রইল। দর্শকের প্রতিও অসীম কৃতজ্ঞতা, কারণ তারা আমার কাজ দেখছেন, কাজকে মূল্যায়ন করছেন, ভালো-মন্দের বিবেচনা করছেন, আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন। এটাই অনেক বড় বিষয়। আমি আজীবন চেষ্টা করে এসেছি নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় মানসম্পন্ন কাজ করতে।
শিল্পী হিসাবে আমার দায়বদ্ধতার জায়গা থেকেই আমি এটি করেছি।’ এদিকে আজ এ অভিনেত্রীর জন্মদিন। দিনটিতে বিশেষ কিছুই করবেন না বলে জানিয়েছেন তিনি। কারণ দেশের করোনা পরিস্থিতির মধ্যে নিজের জন্মদিন নিয়ে কোনো আয়োজনেই আগ্রহ নেই তার। কিছুদিন আগে তিনি তারিক আনাম খান ও নিমা রহমানের পরিচালনায় ‘গুলশান এভিনিউ-টু’ ধারাবাহিকের শুটিং করেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে তিনি আবারও এ ধারাবাহিকের কাজ শুরু করবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।