![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/11/kk26-4.jpg)
সম্প্রতি অভিনয় নিয়ে দারুণ সরব দেখা গেছে প্রার্থনা ফারদিন দীঘিকে। শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে পর্দায় এসেছেন। একই ভূমিকায় কাজ করেছেন আরও কিছু ছবিতে। তবে এখনই ছেদ পড়ছে তার অভিনয়ের। না, অভিনয়কে একেবারে ‘টা-টা বাই-বাই’ বলছেন না তিনি।
আপাতত কিছুদিনের বিরতি নিচ্ছেন। কারণ সামনেই তার এইচএসসি পরীক্ষা। দীঘির বক্তব্য, ‘আজ (১৪ নভেম্বর) শুটিং শেষ করে আপাতত অভিনয় থেকে বিদায় নেবো। কারণ সামনে আমার এইচএসসি পরীক্ষা। আগামী ২ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু, তাই এখন আর কোনও সিনেমার কাজ রাখিনি।
এই সময়টা শুধু পড়াশোনা নিয়েই থাকতে হবে। প্রস্তুতি ভালোভাবে নিতে চাই।’ দীঘি আজ ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার শুটিং করছেন। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে এই সিনেমা হচ্ছে। যা নির্মাণ করছেন আবদুস সামাদ খোকন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।