চলতি মাসের শেষ সপ্তাহে দুবাই যাচ্ছেন চিত্রনায়িকা নূসরাত ফারিয়া। একটি শোতে অংশ নিতে নায়িকার এবারের দুবাই সফর। ঈগলসের পরিচালনায় দুবাইতে পারফর্ম করবেন তিনি। ফিরে এসে আগামী ৬ ডিসেম্বর থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মাণাধীন শ্যাম বানেগাল পরিচালিত ‘বায়োপিক’-এর শুটিং করবেন এই অভিনেত্রী।
পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে নূসরাত ফারিয়া অভিনীত ‘পাতালঘর’, ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’ ছবিগুলো। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে নায়িকার ‘ভয়’ সিনেমাটি। এর আগে নূসরাত ফারিয়া ‘যদি কিন্তু তবুও’ সিনেমায় প্লে-ব্যাক করেছিলেন। তার প্রথম মৌলিক গান ছিলো ‘পতাকা’। দ্বিতীয় গান ছিলো ‘আমি থাকতে চাই’।
সম্প্রতি প্রকাশিত হলো নূসরাত ফারিয়ার নতুন গান ‘হাবিবি’। গানটি লিখেছেন নূর নবী, সুর ও সংগীত করেছেন আদিব কবির। গানটির মিউজিক ভিডিও দেশের বাইরে ভারতে নির্মাণ করেছেন বাবা যাদব। এরই মধ্যে গানটি এসভিএফ ইউটিউব চ্যানেলে প্রকাশের পর এর জন্য দারুণ সাড়া পাচ্ছেন নায়িকা।
নূসরাত ফারিয়া বলেন, ‘গানটির জন্য আরো অনেক বেশি সাড়া পেতাম। হয়তো ভিউয়ার্স এখন যা আছে, তারচেয়েও অনেক বেশি থাকতো। কিন্তু টেকনিক্যাল কারণে গানটি আপলোডের শুরুতে কিছুটা সমস্যা হচ্ছিলো। এখন আর সে সমস্যা নেই। তাই গানের ভিউ বাড়ছে। এ সময়ে ভিউ নিঃসন্দেহে একটি ফ্যাক্ট।
তবে আমি এটা বিশ্বাস করি, গান ভালো হলে এবং মিউজিক ভিডিও নান্দনিক হলে শ্রোতা-দর্শক তা উপভোগ করবেন। হাবিবির ক্ষেত্রেও ঠিক তা-ই হয়েছে। প্রতিদিনই দর্শক তা উপভোগ করছেন, আমিও দারুণ সাড়া পাচ্ছি। আশা করছি দিন যত যাবে, এর ভিউ আরো অনেক অনেক বাড়বে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।