জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফকে হত্যার হুমকি দিয়ে ফোন করে যাচ্ছে আরিফ নামের একজন ব্যক্তি। এ কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার পরিবার।

তৌসিফ বলেন, ‘আমার বাসায় যে কাজ করে তার সন্তানকে কয়েকজন ছেলে মিলে মারধর করলে আমি এর প্রতিবাদ করি। তাকে ওদের হাত থেকে ওকে রক্ষা করে চিকিৎসার ব্যবস্থা করি। এটাই আমার অপরাধ।

সন্ধ্যার পর আরি নামে একজন আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে। জানতে পারি, ওই ছেলেগুলো আরিফের লোকজন ছিল।’ ‘দূরে কোথাও’খ্যাত এই গায়ক আরও বলেন, ‘পরে খোঁজ নিয়ে জানতে পারি, আরিফ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

তার নামে অসংখ্য মামলা আছে। সে বলে প্রশাসন দিয়ে আমাকে মেরে ফেলবে, এর জন্য যত টাকা হোক সে নাকি খরচ করবে। শুধু তাই না, প্রশাসন নাকি তার পকেটে, সে যা চাইবে তা-ই হবে।’

তৌসিফ জানান, নিরাপত্তার কথা ভেবে তিনি নিকটস্থ থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, ‘পরিচিত সবাইকে বিষয়টি জানিয়েছি আর আর সেও (আরিফ) হুমকি দিয়ে যাচ্ছে, তাই বাধ্য হয়েই জিডি করার সিদ্ধান্ত নিয়েছি।

কিছুক্ষণের মধ্যেই আমি থানায় যাচ্ছি জিডি করার জন্য।’ এদিকে, গেল ঈদে জি-সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে তৌসিফের নতুন তিন গান। আসছে ঈদেও ভক্তদের জন্য থাকছে নতুন গান। পাশাপাশি এই শিল্পী ব্যস্ত আছেন নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাজ নিয়ে।