এরই মধ্যে কনসার্টে খুব দ্রুতই অংশ নেয়ার কথা জানিয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। চলতি মাস থেকেই তিনি কনসার্টে ফিরছেন।
এ যাত্রায় দেশ ছাড়ায় দেশের বাইরেও কনসার্টে অংশ নেয়ার কথা রয়েছে। তবে অনেক বছর ধরেই নতুন গানে পাওয়া যাচ্ছে না জেমসকে। তার ভক্তদের জন্য সুখবর হলো আগামী বছরই নতুন গান নিয়ে হাজির হবেন ব্যান্ডের এই মহাতারকা। এরই মধ্যে সেই কাজও শুরু হয়েছে। যদিও গানের বিস্তারিত জানা যায়নি।
তবে এটা নিশ্চিত যে নতুন গানে তিনি আগামী বছরের শুরু থেকে মাঝামাঝি অবধি ফিরছেন। বিষয়টি নিয়ে নগর বাউল জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে বলেন, ‘জেমস ভক্তরা প্রিয় তারকার নতুন গানের জন্য অপেক্ষায় আছেন এটা তিনিও ভালো করেই জানেন। তবে এবার অপেক্ষার সমাপ্তি হবে। আগামী বছরেই নতুন গান প্রকাশ করবেন জেমস।
এরই মধ্যে গানের অগ্রগতিও হয়েছে। তবে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। গান প্রকাশের আগেই সব জানানো হবে।’ জেমসের কনসার্টে ফেরা নিয়ে তিনি বলেন, প্রস্তুতি বেশ কিছুদিন ধরেই চলছে তার কনসার্টে ফেরার। নভেম্বরেই তিনি ফিরতে চলেছেন।
এবারের মৌসুমে বেশকিছু কনসার্টে অংশ নেয়ার ইচ্ছে আছে। এদিকে, জানা গেছে চলতি মাসের ১২ তারিখ ‘নভেম্বর রেইন’ নামে একটি বড় কনসার্টে অংশ নেবেন জেমস। এটি হবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে।
এটি আয়োজন করেছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন। নগর বাউল ছাড়াও এতে আরও ৭টি ব্যান্ড অংশ নেবে। এগুলো হলো- আর্টসেল, ক্রিপটিক ফেইট, ভাইকিং, ব্ল্যাক, প্ল্যাজমিক নক, স্যাভাজেরি ও ফিউজ। এ কনসার্টের পর আমেরিকায়ও একটি কনসার্টে অংশ নেয়ার কথা রয়েছে জেমসের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।