টলি পাড়ায় তাকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঢল। কিন্তু সেদিকে তার মন নেই। তিনি উপভোগ করছেন মা হওয়ার আনন্দ, তৃপ্তি । নিশ্চয় বুঝে গেছেন কার কথা বলছি!

হ্যাঁ ঠিকই ধরেছেন, সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহানের কথাই বলছি। অভিনেত্রীর চেহারায় মাতৃত্বের ছাপ স্পষ্ট। সময় এগোচ্ছে। ক্রমশ পরিণত হচ্ছেন তিনি। মা হওয়ার আনন্দ যেন লুকাতেই পারছেন না তিনি।

বলা ভাল, লুকোতে চাইছেনও না। সেই অনুভূতি থেকেই আবার নুসরাতের বেবি বাম্প প্রকাশ্যে।

শনিবার (২৬ জুন) তিনি ইনস্টাগ্রামে ভাগ করে নিলেন তার সাম্প্রতিক ছবি। জানালেন, ‘যে পাখি পথ হারিয়ে ফেলেছে, তার এ বার ঘরে ফেরার পালা’। তার এই কথা ঘিরে ফের জন্ম নিয়েছে প্রশ্ন।

নুসরাত কি নিজের ঘরের ঠিকানার খোঁজ পেলেন অবশেষে?

নুসরাত আশ্রয়হীন, এ কথা নিন্দুকেও বলবে না। তবে তার সন্তানের বড় আশ্রয়স্থল হয়ে উঠতে চলেছেন তিনি, এ কথা সত্যি। শুধু মায়ের পরিচয়ে সন্তানের জন্ম দেওয়া, ‘একা মা’ হিসেবে সন্তান মানুষ করা খুব সহজ কথা নয়। সেই কথাই কি তিনি কথার ভাঁজে বুঝিয়ে দিলেন?

ছবি যদিও আরও অনেক কথাই বলছে। হিসেব অনুযায়ী, আর মাত্র তিন মাস। তার পরেই ‘মা’ হবেন নুসরত। সেই কথাও যেন নিজের ছবি দিয়ে আরও এক বার মনে করিয়ে দিলেন তিনি।