নাটক দিয়ে অভিনয়ে এসেছিলেন পলাশ। অভিনয় ক্যারিয়ারের শুরুতে নোমান রবিনের পরিচালনায় ‘পাংখা পাংখা’, ‘অল ইজ ওয়েল’, ‘সিটি বাস রিটার্নস’, ‘ব্রাজেন্টিনা’ এবং ‘সেইসব দিনগুলো’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান এই অভিনেতা।
এরপর গায়ক ফেরদৌস ওয়াহিদের পরিচালনায় ‘কুসুমপুরের গল্প’ নামের একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। এর আগে নোমান রবিনের পরিচালনায় ‘কমনজেন্ডার’ নামের একটি ভিসয়ভিত্তিক ছবিতেও অভিনয় করেন। সম্প্রতি আবারো নাটকে অভিনয় করছেন পলাশ। অভিনয়ের পাশাপাশি এবার তিনি একজন প্রযোজক হিসেবে আবির্ভূত হচ্ছেন।
‘অরিজিনাল এন্টারটেইনমেন্ট’ নামের প্রযোজনা সংস্থাটি থেকে তিনি নাটক, সিনেমা, তথ্যচিত্রও নির্মাণ করবেন। এ প্রসঙ্গে পলাশ বলেন, অভিনয়ের জন্য দর্শকের ভালোবাসা পেয়েছি অনেক আগেই।
দীর্ঘদিন ধরেই প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করার প্রস্তুতি নিয়ে এবার সেটি বাস্তবায়ন করলাম। আশা করছি পরিকল্পনা অনুযায়ীই সেটি বাস্তবায়ন করতে পারব।
এদিকে গত ঈদের পর তিনি ‘গিনেস বুকে নাম’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। লুৎফর রহমান রবিনের প্রযোজনায় এটি এখন বিটিভিতে প্রচার হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।