করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। এ নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন তিনি। খবরটি সামাজিকমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন পার্নো নিজেই।

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে বিজেপির হয়ে অংশ নিয়েছিলেন পার্নো মিত্র। নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার সময় ২০২১ সালের এপ্রিলে প্রথমবার করোনায় আক্রান্ত হন এ অভিনেত্রী।

সুস্থ হওয়ার আট মাস না ঘুরতেই আবারও আক্রান্ত হলেন পার্নো। রোববার (২ জানুয়ারি) সামাজিকমাধ্যমে পার্নো জানান, তিনি বর্তমানে করোনায় আক্রান্ত। হোম আইসোলেশনে আছেন তিনি। গেল তিনদিন তার সংস্পর্শে এসেছেন তারা যেন করোনা পরীক্ষা করিয়ে নেয়।